গত বছরের শেষ থেকে টলিউডে বিয়ের হিড়িক পড়েছে। সেই পথে এবার পা বাড়ালেন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী (Chitraganda Chakraborty)। প্রেমিক সম্বিতচট্টোপাধ্যায়(Sambit Chakraborty) এর সঙ্গে বাগদান সেরে ফেললেন তিনি। দিদির আংটি বদল এর অনুষ্ঠানে চুটি আনন্দ করেছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। হবু জামাই বাবুকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন,'পরিবারে তোমাকে স্বাগত সম্বিত জামাইবাবুও।'
'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' 'আহারে মন'এর মত সিনেমায় অভিনয় করেছেন চিত্রাঙ্গদা। তার হবু স্বামী সম্বিত পেশায় পার্কাশনিস্ট। একমাত্র ড্রামার যিনি কমনওয়েলথ গেমস গোল্ড কোস্ট ১৮ তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। বহু বিখ্যাত শিল্পীর সঙ্গ দিয়েছেন সম্বিত। ঘরোয়া অনুষ্ঠানেই বাগদান পর্ব সারা হলো। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরা। তবে বিয়ে কবে? সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।অনুষ্ঠানের ছবি শেয়ার করে চিত্রাঙ্গদা লিখেছিলেন, 'আমাদের বোম্বে ব্রোকারদের আর কোন মিথ্যা কথা বলতে হবে না। এখনতো অফিশিয়ালি এনগেজড।বাহ! আমার প্রাণের বন্ধু সম্বিত। তুমি কি খুব ভালোবাসি।'বড় মেয়ের বিয়েতে খুশি পরিচালক-প্রযোজক শতরূপা সান্যাল (Satarupa Sanyal)। চিত্রঙাদা আপলোড করা ছবিতেই তার উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
অপরদিকে চিত্রাঙ্গ দশমিকের ভাগ ধনের ছবি শেয়ার করে নিজের প্রাক্তন প্রেমিকা দের ধন্যবাদ দিয়েছেন সম্বিত। তিনি লিখেছেন, তারা ছেড়ে না গেলেই নিজের মনের মানুষ চিত্রাঙ্গদাকে পেতেন না তিনি। চিত্রঙাদা সঙ্গে যৌথ জীবনের পথে পা বাড়ানোর জন্য কতটা মুখিয়ে রয়েছেন, সেকথাও ক্যাপশানে জানাতে ভোলেননি শিল্পী সম্বিত।
একটি মন্তব্য পোস্ট করুন